
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণাঃ কল আছে কিন্তু জল নেই। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর চাড়ালখালি, চার নম্বর ,কাছারি বাড়ি এলাকায় ভরসা মাত্র একটি পুকুরের জল। স্থানীয় সূত্রের খবর, বামফ্রন্ট আমলে তিন বিঘা জমির উপর একটি পুকুর খনন করা হয়েছিল। খোলা আকাশের নীচে এই পুকুর থেকেই দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর ধরে জল পান করছেন সুন্দরবনের গ্রামবাসীরা। প্রসঙ্গত ২০১৭ সালে প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একটি পানীয় জলের কল চালু করেন, কিন্তু বর্তমানে মাটির নিচে ভূগর্ভস্থ জল না থাকার কারণে বিকল হয়ে পড়ে রয়েছে কলটি।
বর্তমান সময়েও পুকুরের জলই একমাত্র ভরসা দুই থেকে আড়াই হাজার সুন্দরবনবাসীর। গ্রামবাসীরা জানাচ্ছেন, খোলা আকাশের নিচে ময়লা, আবর্জনা ভর্তি পুকুরের জল পান করার ফলে অসুস্থ হয়ে পরছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবত ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। সেইকারণেই পরিশুদ্ধ জলের দাবিতে বিক্ষোভে নেমেছেন হিঙ্গলগঞ্জবাসী।
এই বিষয়ে সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা বলেন, “আমার কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। আমাদের সরকার খুব মানবিক,এবং খুব শীঘ্রই এই পানীয় জলের সমস্যার সুরাহা করা হবে”।
ভিডিও দেখুন-