
নিজস্ব প্রতিনিধিঃ গত চারদিন ধরে অশান্ত কাশ্মীর। রাজৌরি, অনন্তনাগে তে চলছে দফায় দফায় গুলির লড়াই। বুধবার অনন্তনাগের কোকারনাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর দঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনক এবং কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট শহীদ হয়েছেন। ডগ স্কোয়াডের ল্যাব্রাডর কেন্টেরও মৃত্যু হয়েছে। জঙ্গি দমন অভিযান চালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও চার জওয়ান। অন্তত দুই জঙ্গিকে খতম করেছে সেনা।
অনন্তনাগে শহিদদের প্রতি শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তাঁর ট্যুটার হ্যান্ডলে সমবেদনা জানান। মমতা লেখেন, “জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা। আমাদের সাহসীদের আত্মা শান্তিতে থাকুক। দেশকে রক্ষা করার জন্য তাদের এই আত্মবলিদান কখনই ভোলা যাবে না।”
ভারতীয় সেনার নর্দার্ন আর্মি কমান্ডার উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, “কাশ্মীরের উপত্যকা এলাকায় শান্তি নষ্ট করতে চাইছে পাকিস্তান। সেই জন্যই সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে সন্ত্রাসবাদীদের পাঠাচ্ছে তারা। কাশ্মীরের শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। তবে ওদের এই পরিকল্পনা আমরা সফল হতে দেব না।”