
শেখ এরশাদ,টালিগঞ্জঃ মদ্যপ যুবকদের বিরুদ্ধে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ আবারও কলকাতায়। অভিযোগ টালিগঞ্জ থানা এলাকায় শরৎ বোস রোডে দাঁড়িয়ে থাকা স্কুটিতে বাইক দিয়ে ধাক্কা মারে মদ্যপ যুবকরা। প্রতিবাদ করায় তরুণী এবং তার সঙ্গীকে মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্তদের আরও অভিযোগ টালিগঞ্জ থানা মারধরের অভিযোগ দায়ের করলেও শ্লীলতাহানির অভিযোগ নেয়নি। পরে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ডিসি সাউথকে ইমেলে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। পুলিশের বক্তব্য নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।