
আশিস মন্ডল এবং সোমনাথ মুখোপাধ্যায়ঃ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে এবং জলপাইগুড়ি গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে নিশানা ছিল বিজেপি। কিন্তু বীরভূমের ভারচুয়াল সভা থেকে একযোগে বাম ও কংগ্রেসকে নিশানা করলেন মমতা। তৃণমূলর অভিযোগ, দিল্লিতে বিজেপিকে হারাতে বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে জোট করছে। কিন্তু বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে এরাই। বাম কংগ্রেসকে মমতার কটাক্ষ “দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না”।
জলপাইগুড়ির ক্রান্তি থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে পরে মমতার হেলিকপ্টার। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে তাঁর কাপ্টারটি। সেখানে কাপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মমতা। তাঁর পর থেকেই কালীঘাটের বাড়িতেই আছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার বাড়ি থেকেই বীরভূমের দুবরাজপুরের পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় ভারচুয়ালি যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।
ভারচুয়াল জন সভার শুরুতেই বাম-কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন “বাম-রাম-শ্যাম এক হয়েছে।”দিল্লির বিরোধী জোটের প্রসঙ্গ টেনে এনে বাম ও কংগ্রেসকে এক হাত নেন।
মমতা বলেন, “দিল্লিতে বামেরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেসও লড়াই করছে। আমরাও আছি ওদের লড়াইয়ে। এদিকে বাংলায় এসে বলছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই কর। মমতার বিরুদ্ধে লড়াই কর।”ফের কটাক্ষ করে বলেন,“দুই হাতে দুই লাড্ডু নিয়ে চলবে! এটা তো হয় না।”প্রসঙ্গত, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে মহাজোট করছে কংগ্রেস-সহ একাধিক দল। জোটে রয়েছে বাম,তৃণমূলও।
মমতা দাবি করেন, চলতি পঞ্চায়েত ভোটে ৬ তৃণমূল কর্মীর খুন হয়েছেন। মমতার বলেন “আমি আমার ৬ কর্মীকে হারিয়েছি। সবটাই করেছে বাম, বিজেপি, কংগ্রেস মিলে”। এদিন কার্যত মমতার নিশানায় প্রথম থেকেই ছিল বাম কংগ্রেস।