
ওঙ্কার ডেস্ক: গরমের দাবদাহে পুড়ছে বাংলা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়ায় নাজেহাল পথচলতি মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। তবে সন্ধ্যায় দিকে ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এগিয়ে আসতে চলেছে বর্ষা।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বুধ পর্যন্ত গরম বাড়বে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে। রবিবার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার পর্যন্ত চলবে অস্বস্তিকর গরম। সব জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ বাড়তে পারে।
পাশাপাশি সন্ধ্যার পর ঝড়বৃষ্টি স্বস্তি সম্ভাবনা। এদিন উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে গরম আবহাওয়া থাকবে। তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।