
নিজস্ব প্রতিনিধিঃ গরমের হাত থেকে পরিত্রাণ পেতে কাশ্মীরে ছুটে যায় আম জনতা। কিন্তু সেখানেই এই জুলাই’র প্রথম সপ্তাহে কলকাতার থেকে উষ্ণতা বেশী।
সোমবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কাশ্মীরের কাজিগন্দের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শ্রীনগর শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। একইদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যেখানে গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৫ বছরের মধ্যে জুলাই মাসে এত গরম পড়েনি ভূস্বর্গে।
কাশ্মীরের তাপমাত্রার ইতিহাস দাবি করছে, ১৯৯৯ সালের পর বুধবারই প্রথম জুলাই মাসে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রিতে পৌঁছায়। সেবছর ৯ জুলাই শ্রীনগরের তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি ছুঁয়েছিল। তবে র্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকোর্ড হয়েছিল ১০ জুলাই, ১৯৪৬ সালে। সেদিন শ্রীনগরের ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
মৌসম ভবনের পূর্বাভাস বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি নামতে পারে উপত্যকায়। জম্মুতে ভোররাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিন্তু বৃহস্পতিবারও উপত্যকায় কার্যত তাপপ্রবাহ চলছে।