
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ব্যাহত উত্তর ভারতের জনজীবন। ইতিমধ্যেই দিল্লিতে যা বৃষ্টি হয়েছে, তা ৮৮ বছরের নজির ভেঙে দিয়েছে। রাজধানীর রাস্তা জলমগ্ন। জল যন্ত্রনায় যান চলাচল ব্যাহত হয়েছে। এরই মধ্যে এবার দিল্লিতে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন।
পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
বাংলায়ও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে রয়েছে অতিভারী বৃষ্টির পূর্বভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা। আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার মূলত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গের জেলাগুলি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায় হতে পারে ভারী বৃষ্টি।