
সংবাদদাতাঃ সুইডেনে তাপমাত্রা কমতে কমতে মাইনাস ৪৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। প্রভাব পড়েছে জন জীবনে। সে দেশের হাওয়া অফিস বলছে আরও কমবে তাপমাত্রা।
যেখানে যত দূর চোখ যায় সেই দিকেই ঢেকে আছে বরফের চাদরে। গোটা দেশ হয়ে উঠেছে অপরূপা। হীমেল হাওয়াতে মিশেছে বরফখুঁচি। সঙ্গে তীব্র শীত। আর এই শীতেই কার্যত জমে গেছে ইউরোপের তৃতীয় সর্ববৃহৎ দেশ সুইডেন। যেখানে জনসংখ্যা মাত্র ৯৫ লক্ষ। সেই সুইডেনে ডিসেম্বর-জানুয়ারি মাসে তীব্র শীত নতুন কিছু নয়। তবে চলতি শীত মৌসুম সাম্প্রতিক কালের রেকর্ড ছাপিয়ে গেছে।
২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছে জানুয়ারিতে। তাপমাত্রা কমতে কমতে মাইনাস ৪৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। সুইডেনের জাতীয় আবহাওয়া দফতরের আধিকারিক মাতিয়াস লিন্দ জানিয়েছেন, ১৯৯৯ সালের জানুয়ারিতে সুইডেনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল মাইনাস ৪৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর তাপ মাত্রা আরও কমবে হিমাংক।