
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সোমবার সোলানে মেঘভাঙা বৃষ্টিতে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে শিমলার একটি মন্দির ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। ধসে আটকে রয়েছেন বহু মানুষ। চলছে উদ্ধারকাজ।
শিমলা সামার হিলে শিবমন্দিরের একটি অংশ আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে। শ্রাবন মাসের শেষ শেষ সোমবার বলে মন্দিরের ভিতরে সেই সময় বহু দর্শনার্থী পুজোর জন্য উপস্থিত ছিলেন। ভেঙে পড়া কংক্রিটের নীচে চাপা পড়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আটকে রয়েছেন বহু পূণ্যার্থী। উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আনুমান করেছে, স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির ফলেই শিবমন্দিরের ধস নামে বলে প্রশাসন সূত্রে জানান হয়েছে।
পাশাপাশি সোলানের জাদোন গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেই সঙ্গে দুর্যোগ পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। এদিন হিমাচল প্রদেশের ছ’টি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় মৌসম বিভাগ। রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ক্ষতি গ্রস্ত রেল লাইন। বন্ধ টেন চলাচল।