
ওঙ্কার ডেস্ক: মার্চের শেষেই ফের ফিরল গরম। দিনের তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অন্যদিকে উত্তরের পার্বত্য এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে কলকাতায় ৩৭ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি তাপমাত্রা পৌঁছতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণের জেলাতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বাড়বে। এই দুই জেলায় অত্যধিক গরম এবং লু-এর সম্ভাবনা। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে উত্তরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাতে। শুক্রবার বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা গত ৭২ ঘণ্টায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়েছে। রাতের তাপমাত্রাও বাড়ছে ধাপে ধাপে। বৃহস্পতিবার বেলায় কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রিতে পৌঁছাতে পারে। সপ্তাহান্তে যা ছুঁয়ে ফেলতে পারে ৩৭ ডিগ্রি। আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।