
ওঙ্কার ডেস্ক: ফের বাড়বে তাপমাত্রা। বুধ বৃহস্পতিবার থেকেই ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা বাড়তে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের বৃষ্টিতেই ঝড় বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা জেলায় ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। কলকাতায় স্বাভাবিক থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমেছিল সর্বোচ্চ তাপমাত্রা। ফের রবিবার থেকেই পারদ উঠতে শুরু করেছে। সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার এর মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা। বাকি জেলাতে পরিষ্কার আকাশের সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিন দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংএ বৃষ্টি হবার সম্ভাবনা। বাকি জেলায় পরিষ্কার আকাশ।
কলকাতা পরিষ্কার আকাশ। বুধবারের মধ্যে আবারও তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। আপাতত বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। তবে এই সপ্তাহে তাপমাত্রা স্থিতিশীল থাকবে। এপ্রিলে ফের গরম বাড়বে।