
ওঙ্কার ডেস্ক: বসেন্তের আমেজে বাঁধা গ্রীষ্মের, তাপপ্রবাহের সতর্কতা রাজ্যের ৪ জেলায়। সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। রুক্ষ শুষ্ক আবহাওয়া, লু এর পরিস্থিতি দক্ষিণবঙ্গে। বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই ৪ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। শুক্রবারেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে শনি ও রবিবারেও বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
কলকাতায় এবার অন্যরকম বসন্ত। লু এর মতো গরম হওয়া বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। বিকেলের পর কিছুটা মনোরম পরিবেশ। দিনের তাপমাত্রা আরো বাড়বে।