
দেবাঞ্জলী কুণ্ডু চৌধুরী: বর্ষা ঢোকার নির্ধারিত সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। তবুও বর্ষার ভারী বৃষ্টির দেখার নেই দক্ষিনে। জুন মাসের অন্তিম লগ্নে এসেও প্যাচপ্যাচে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে দক্ষিণ বঙ্গবাসীকে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে একাধিক জায়গা।
উল্লেখ্য , ২১ শে জুন বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা।
যদিও উত্তরবঙ্গে ৬৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গে ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।
যদিও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরির্বতন হতে পারে বলেই রয়েছে পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
পাশাপাশি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে। উত্তরবঙ্গের উত্তরের ৫ জেলায় রয়েছে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।