
ওঙ্কার ডেস্ক : রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত. হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্নাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্নাবর্ত মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
হাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, ২২ শে অক্টোবর সকালের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে. এরপর ২৩ অক্টোবরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা । উ২৪ অক্টোবর সকালের মধ্যে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে, এটি ২৪ তারিখ রাতে এবং ২৫ অক্টোবরের ভোরে মধ্যে পুরী এবং সাগর দ্বীপের মধ্যে একটি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে ১০০-১১০ কিমি/ঘণ্টা, সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাসের গতিবেগ সহ অতিক্রম করার সম্ভবনা রয়েছে।
ঘূর্ণিঝড় ‘ডানা’- র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়. বাংলার পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। এদিকে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় আগাম সতর্ক করা হয়েছে প্রশাসনকে। কোন কোন উপকূলবর্তী এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিও দের সঙ্গে বৈঠক করা হয়েছে. মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায়। পাশাপাশি মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে.