
নিজস্ব সংবাদদাতা : বসন্তের আমেজে,রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। তবে হাওয়া অফিস জানিয়েছে দোলের আগেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বাড়তে পারে । তবে উত্তরবঙ্গের আবহাওয়া একেবারেই উল্টো । দোলের দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা ।
আবহাওয়া দপ্তর সুত্রে খবর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বলা যেতে পারে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
জানা যাচ্ছে, ১২ মার্চ, বুধবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা হতে পারে । অসম এবং রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এসবের ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে ।
ওইদিকে উত্তরবঙ্গের ও শীতের আমেজ কমছে। কিন্তু আবহাওয়া দপ্তর সুত্রে খবর মঙ্গলবার থেকেই বজ্রবিদুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে । দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে ।
জানা যাচ্ছে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর – এই ৬ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।