
নিজস্ব প্রতিনিধিঃ ভোরের আকাশে কালবৈশাখী শুনেই কেমন চমকে উঠলেন না, তেমনটাই হল জলপাইগুড়িতে। রবিবারে কাকভোরে কালবৈশাখীর অন্ধকারে ডাকল জলপাইগুড়ি শহর। ভোরের আলো ফুটতে পাখিদের কিচির মিচির থমকে দিয়ে গর্জন করে ধেয়ে কালো মেঘ যদিও তেমন কোন প্রভাব ফেলতে পারল না। আবহাওয়া অফিস এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল ৫:৩০মিনিট নাগাদ জলপাইগুড়ির আকাশ ঢেকে যায় কালো মেঘে, শুরু হয় গর্জন সঙ্গে বৃষ্টি। তবে সবই ক্ষণিকের জন্য। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় আকাশ।