
ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টির এখন কোনও সম্ভাবনাই নেই। এবার এক ধাক্কায় চড়বে পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রী সেলসিয়াসে। ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহেই।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও বলেই জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
তাপমাত্রা বাড়লেও সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা। আগামী ৪ থেকে ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের উপরে থাকবে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়া আজ শুষ্ক থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। শুক্রবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।