
ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকতা দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৭ জেলায় বইতে পারে ‘লু’। ইতিমধ্যে কলকাতা তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছড়িয়েছে। যার কারণে আগামী কয়েক দিন তাপে পুড়বে শহর কলকাতা। আগামী ৪ থেকে ৫ দিনে এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে আগামী ২৪ ঘন্টায়। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রির উপরে চলে যেতে পারে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধির ফলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চাইতে বেশি। বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে গরম। দিনভর গরমে অস্বস্তি পোয়াতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তবে বৃষ্টির কোন সম্ভাবনাই নেই এখন দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের তাপমাত্রা স্বাভাবিক এর চাইতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী হলেও শনিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোচবিহারের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবি ও সোমবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হতে পারে বৃষ্টি।