
ওঙ্কার ডেস্ক: রবিবার সন্ধ্যায় হঠাৎই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি তার সঙ্গে বাঁকুড়া ও মেদিনীপুরে শিলাবৃষ্টি তারপরেও ফিরছেনা স্বস্তি। সোমবার সকাল থেকে আবারো চড়া রোদের দাপটে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও সন্ধ্যার দিকে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বুধের পর থেকে দক্ষিণবঙ্গে বদ্ধ বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, দু-এক জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, অসম, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে রয়েছে তিনটি ঘূর্ণিঝড়। ১৯শে মার্চ আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যার ফলে আবারো বঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা দেখছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
আজ, সোমবার তাপ ও প্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তাপমাত্রা ছাড়াতে পারি এর ৪০ ডিগ্রী সেলসিয়াস এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে আবহাওয়ার বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের তাপমাত্রা নিম্নমুখী। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টির জন্যই তিন থেকে চার ডিগ্রী সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস যা রবিবারের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় সোমবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। বাড়বে তাপমাত্রাও।