
ওঙ্কার ডেস্ক: তীব্র গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছে দক্ষিণ বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উপকূল ও পশ্চিমের বেশ কিছু জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই ভাবে ভারী বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলেই নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ।
বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডী ছাড়িয়েছে। তবে এবার নিম্নমুখী হতে চলেছে পারদ, কমবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে চলেছে আগামী কয়েক দিন।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি ও সোমবার, তারপর মঙ্গলবার রাজ্যজুড়ে চলবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আজ কলকাতা শহরে বৃষ্টি না হলেও কমবে তাপমাত্রা। গরমের জালা থেকে মিলবে রেহাই। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। ভিজতে পারে উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও মালদহ জেলা। সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরের সব জেলাতেই এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।