
ওঙ্কার ওয়েব ডেস্ক: পশ্চিমি ঝঞ্ঝার দাপটে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনাই নেই চলতি সপ্তাহে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে, তবে রবিবার থেকে আবারও নিম্নমুখী হবে পারদ বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস আরো জানিয়েছে, আপাতত বেশ কয়েকদিন ঘন কুয়াশার দাপট থাকবে রাজ্য জুড়ে। আগামী সপ্তাহের শুরুতেই উত্তরের কয়েকটি জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙেও। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি। শুক্রবার সকালের দিকে কলকাতার আকাশে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হবে আকাশ।
কলকাতার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে জেলাগুলিতেও। উত্তরের ৪ এবং দক্ষিণের ৯ জেলায় রয়েছে কুয়াশার দাপট। কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারেরও নীচে নামতে পারে।
উত্তরবঙ্গের কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বেশি। ২৬শে জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া আবারও বইবে। যার প্রভাবে তাপমাত্রা ফের কমবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।