
ওঙ্কার ডেস্ক : এই মুহূর্তে তাপমাত্রা বিশেষ বৃদ্ধির সম্ভাবনা না থাকলেও ৩ দিন পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। এমনকি মার্চ মাস পড়তে না পড়তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও অনুমান করছে আলিপুর আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ৪ জেলায়। দার্জিলিঙে তুষারপাতের ও পূর্বাভাস রয়েছে, এমনটাই জানানো হয়েছে আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞদের তরফে।
গত সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টি হলেও চলতি সপ্তাহের শুরুতেই মেঘমুক্ত হয়েছে আকাশ। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পং এ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। একই দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দক্ষিণের উপকূলীয় জেলাপুলিতেও সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে ২রা মার্চ উত্তর-পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এছাড়াও আসামের উপরে রয়েছে একটি ঘূর্ণিঝড়। এছাড়াও রাজস্থান ও কেরালেও ঘূর্ণাবর্ত রয়েছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.১ ডিগ্রী সেলসিয়াস বেশি। আগামী তিন দিনে তাপমাত্রার তেমন কোন হিট ফেরির সম্ভাবনা না থাকলেও সপ্তাহ শেষে অর্থাৎ মার্চ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে উঠবে বলে মনে করছে আবহাওয়া দফতর।