
ওঙ্কার ডেস্ক: মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ উধাও। শুধুমাত্র ভোরের দিকে হালকা শীতের অনুভূতি হলেও, খুব শীঘ্রই সেই আমেজটুকুও কাটতে চলেছে। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে দাপিয়ে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। দোলের দিন তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দোলের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আজ অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ ১৩ই মার্চ থেকে ১৫ ই মার্চ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৪ ই মার্চ অর্থাৎ দোলের দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাসই নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী দুই থেকে তিন দিনে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। অর্থাৎ দোল উৎসবের দিন ভালোরকম গরম অনুভব করবে দক্ষিণবঙ্গবাসী।