
ওঙ্কার ডেস্ক: দোলের আগেই চড়বে পারদ। কলকাতায় তাপমাত্রা পেরতে পারে ৩৫ ডিগ্রি, এমনটাই অনুমান আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েক জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে। ১০ মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে বলে অনুমান। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। তাপমাত্রা বাড়তে শুরু করবে শনিবার থেকেই এমনটাই খবর আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহের শুরুতেই কয়েক জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতায় শুধুই পারদ উত্থান। রাতের তাপমাত্রা কাল রাতেই কিছুটা বেড়েছে। আজ থেকে বাড়বে দিনের তাপমাত্রা। সোমবার ১০ মার্চ থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।