
ওঙ্কার ডেস্ক: অবশেষে কলকাতায় জমিয়ে পড়েছে শীত। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার পর্যন্ত তাপমাত্রা তেমন কোন হেরফের হচ্ছে না। এই খবর শুনে শীতপ্রেমী বাঙালি খুশি হলেও সেই খুশি বেশিদিনের নয়। রবিবার থেকে ফের বাড়বে কলকাতার তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ খানিকটা চড়বে পারদ।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া আফিস সূত্রে খবর, আগামী রবিবার থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। নতুন করে ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার প্রভাব কমবে, যার ফলে আবারও তাপমাত্রার পারদ চড়বে।
অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনাও। আগামী সপ্তাহে পাহাড়ে থাকছে বরফ পড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গেও থাকছে হালকা বৃষ্টিরও পূর্বাভাস।