
সুমন গঙ্গোপাধ্যায়ঃ এআইসিসির চেষ্টা, রাহুল গান্ধী’র আহ্বান, না তাতেও খুব সম্ভবত চিড়ে ভিজলো না, এখনও পর্যন্ত যা খবর, হচ্ছে না তৃণমূল- কংগ্রেস আসন সমঝোতা। তাহলে? বাম সূত্রে খবর, ২০১৯ এর ফর্মুলা মেনেই ২০২৪ সের ভোটে লড়বে সংযুক্ত মোর্চা, অর্থাৎ বাম- কংগ্রেস- আইএসএ। ইতোমধ্যেই এই তিন দলের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।
ইন্ডিয়া জোটে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে আসন রফাতে যেতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক, বাম সখ্যতা। দুই, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর তীব্র তৃণমূল বিরোধীতা কে কাঠগড়াতে তুলে হাতের সাথে ভাব করতে রাজি নয় জোড়া ফুল শিবির। যদিও হাল ছাড়তে নারাজ কংগ্রেস হাইকমান্ড।
এমনকী রাহুল গান্ধী ও ঝাড়খণ্ড এর ন্যায় যাত্রা থেকে ফের মমতাকে পাশে পাওয়ার বার্তা দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার কোনো প্রতি উত্তর মেলেনি। অপরদিকে বাংলায় ন্যায় যাত্রার প্রথম থেকেই কংগ্রেসের পতাকার পাশাপাশি জড়ালো ভাবে দেখা গিয়েছে লাল নিশান। এমনকী মুর্শিদাবাদে রাহুলের সঙ্গে দেখাও করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, ও শতরূপ ঘোষ।
স্বাভাবিকভাবেই সেদিনই অনেক টা স্পষ্ট হয়ে যায় লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেসের পছন্দ তৃণমূল নয়, বামেরা। সেই প্রক্রিয়া ধরেই এগোচ্ছে বাম-কংগ্রেস। সূত্রের খবর, ইতিমধ্যেই বাম- কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে কথা অনেকটাই এগিয়েছে। এমনকী আসন রফার প্রাথমিক পর্যালোচনাও শেষ। এই জোটে এবার আইএসএফকেও আসন ছাড়তে রাজী কংগ্রেস।
যদিও তা মানতে নারাজ আই এস এফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী। তাঁর বক্তব্য, ” এখনও পর্যন্ত আসন রফা নিয়ে খুব একটা কিছু এগোয় নি। তবে আলোচনা চলছে। নির্বাচন সামনে তা মাথায় রেখেই জোট প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এটা ঠিক আইএসএফ তৃণমূল বা বিজেপি কারোর সাথে জোটে যাবে না। ”
তবে রাজনৈতিক মহলের মতে, নৌসাদ সিদ্দিকী যাই বলুন, ২০১৯ র ফর্মুলাতে ভোট লড়তে বাম- কংগ্রেসে- আইএসএফকে কাছাকাছি আসতেই হবে। জোট সূত্রের খবর, প্রাথমিকভাবে আসন রফার একটা অঙ্ক উঠে আসছে, কি তা? কংগ্রেস কে ছাড়া হতে পারে ১২ টি আসন, আইএসএফ কে ৪-৫ টি বাকি ২৫-২৭ আসনে বামেরা প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্রের খবর, ঠিক হয়েছে বহরমপুর, জঙ্গীপুর, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), দার্জিলিং, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর-বর্ধমান, তমলুক, কৃষ্ণনগর, বোলপুর, রায়গঞ্জ আসন পেতে পারে কংগ্রেস। অপরদিকে ডায়মন্ডহারবার, বসিরহাট, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া ছাড়া হতে পারে আইএসএফকে। বাকী আসনে লড়বে সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক।