
নিজস্ব প্রতিনিধিঃ নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে এলাকাবাসীরা। যার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তেজনা ক্রমশই বাড়তে থাকলে ঘটনাস্থলে এসে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ প্রায় কুড়ি দিন আগে ওই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী অভিযুক্ত বৃদ্ধ। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার ও স্থানীয়রা। কিন্তু অভিযোগ দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে নি বলে অভিযোগ।