
প্রতীতি ঘোষ, ওঙ্কার বাংলা: সম্প্রতি মালদহে ভলিবল খেলার অনুষ্ঠানে গুলি চলেছিল। আয়োজকরা শূন্যে গুলি চালিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি হল এবার উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার ভবাগাছিতে। পিকনিকে আনন্দ উযযাপন করতে গিয়ে শূন্যে চালানো হল গুলি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করেছে একটি সেভেন এমএম পিস্তল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জনের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মণ। অভিযোগ, ভবাগাছির হালদার বাগানে পিকনিকের আয়োজন করেছিল ধৃতরা। সেই পিকনিকে সুরজিৎ এবং প্রদীপ দুজনেই গুলি চালায়। শূন্যে গুলি চালানোর শব্দও শুনতে পান স্থানীয়রা। সেই ঘটনার পর তদন্তে নামে শিবদাসপুর থানার পুলিশ। তদন্তে নেমে দুজনকে গ্রেফতারের পাশাপাশি একটি সেভেন এমএম পিস্তল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
উল্লেখ্য সম্প্রতি মালদহের মানিকচকে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গুলি চালায়। চারজনকে দেখা যায় শূন্যে গুলি চালাতে। সেই ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যে ঘটনার পর বেশকিছু আগ্নেয়াস্ত্র ও বন্দুক উদ্ধার করে পুলিশ। দায়ের করা হয় এফআইআরও।