
ওঙ্কার ডেস্ক: ট্রাক ভাড়া করে হোয়াইট হাউসের দরজায় ধাক্কা মেরে ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। এই ঘটনায় এক ভারতীয় বংশোদ্ভূতকে আট বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে মার্কিন আদালত। সূত্রের খবর, সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম সাই ভর্ষিত কান্দুলা। বয়স ২০।
আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মার্কিন সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শ পরিচালিত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়।
সাই ভর্ষিতের জন্ম পশ্চিমবঙ্গের চন্দননগরে। তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ২০২৩ সালের ২২ মে হোয়াইট হাউসে হামলা চালান সাই৷ সেই হামলার পরে পুলিশ তাকে গ্রেফতার করে। গতবছর ১৩ মে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। মার্কিন সরকারের সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
রায়দানের সময় বিচারক ড্যানি এল ফ্রেডরিক বলেন, ‘রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের লক্ষ্যে হোয়াইট হাউসে হামলা চালান সাই ভর্ষিত৷ গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে মার্কিন মুলুকে নাৎসি মতাদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি৷ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে খুন করারও পরিকল্পনাও ছিল ওর৷’