
ওঙ্কার ডেস্ক: আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর ওইদিনের মধ্যে দিল্লির মহিলাদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা ঢুকে যাবে বলে জানিয়ে দিলেন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে প্রস্তিশ্রুতি দেওয়া হয়েছিল রাজধানীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে। নির্বাচনে জয়ী হয়ে শপথ নেওয়ার আগেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি পূরণের বিষয়ে জানিয়ে দিলেন। রেখা গুপ্ত বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করা রাজধানীর ৪৮ জন বিজেপি বিধায়কের দায়িত্ব। মহিলাদের জন্য আর্থিক সহায়তা-সহ আমাদের সমস্ত প্রতিশ্রুতি আমরা অবশ্যই পূরণ করব। ৮ মার্চের মধ্যে মহিলারা তাঁদের অ্যাকাউন্টে সম্পূর্ণ আর্থিক সহায়তা পাবেন।’
৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে ৪৮টি আসন জয়লাভ করেছে বিজেপি। বৃহস্পতিবার রাজধানীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্ত। দিল্লির রামলীলা ময়দানে সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।