
সুইটি চক্রবর্তী, আগরতলাঃ বৃষ্টির আশায় কসবেশ্বরী মন্দিরে জল ঢাললেন মহিলারা। তাদের বিশ্বাস গত বছরের মত এবছর মায়ের কৃপায় বৃষ্টি হবে ত্রিপুরা সহ গোটা দেশে।
প্রবল গরমে হাঁসফাঁস দশা আমজনতার। প্রতিদিনই নিজের রেকর্ড নিজেই ভাঙছে তাপমাত্রা। এক ফোটা বৃষ্টির জন্য হাহাকার করছে প্রাণী কূল। এবার এক ফোটা বৃষ্টির জন্য পৌড়ানিক লোক কথার উপর বিশ্বাস করে কোথাও কোথাও দেওয়া হচ্ছে ব্যাঙের বিয়ে আবার কোথাও কোথাও পূজার্চনা। এবার বৃষ্টির জন্য দেবীর মূর্তিকে সন্তুষ্ট করলেন মহিলারা।
বুধবার দুপুরে কমলা সাগর বিধানসভার বিধায়ক অন্তরা দেব সরকারের নেতৃত্বে এলাকার মহিলারা কসেশ্বরী মায়ের দীঘি থেকে কলসি দিয়ে জল এনে মায়ের মন্দিরে ভক্তি ভরে জল ঢালেন। বিশ্বাস প্রখর রোদে মায়ের মন্দিরে জল ঢাললে মা সন্তুষ্ট হতে পারেন আর মা সন্তুষ্ট হলেই বৃষ্টি হবে। স্বস্তি ফিরবে প্রাণী কূলে। গত বছরেও ১লা মে বৃষ্টির জন্য একইভাবে কসবেশ্বরী মায়ের মন্দিরে জল ঢেলেছিলেন মহিলারা। তারপর বৃষ্টি স্নাত হয়েছিল ত্রিপুরা।