
সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুর : দুর্গাপুরের এক বেসরকারি কারখানার মহিলা কর্মচারীদের দেওয়া কুপ্রস্তাবের বিরোধীতা করায় কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি। সুত্র মারফত জানা গিয়েছে, কিছুদিন আগে দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকের এক প্লাইউড কারখানায় কর্মরত কয়েকজন আদিবাসী মহিলা কর্মচারীদের কুপ্রস্থাব দেন কারখানা কর্তৃপক্ষের এক ব্যাক্তি। প্রস্তাবে রাজি না হওয়ায় কাজ থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। প্রথমে ভয় পেলেও পরবর্তী সময়ে কাঁকসা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আদিবাসী ঐ মহিলা কর্মীরা। চাপে পড়ে অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করে দেয় কারখানা কর্তৃপক্ষ।
কিন্তু মঙ্গলবার ফের সকাল থেকে বিচারের দাবিতে কারখানার সামনে বিক্ষোভে নামেন আদিবাসী সম্প্রদায়ের একাংশ। কারখানার গেট আটক করে ঢিল ছোঁড়ার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মূল অস্ত্র তির ধনুকের মাধ্যমেও বিক্ষোভ দেখানো হয়। শেষে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এই আন্দোলনের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পানাগড় শিল্প তালুকে। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে সঠিক আইনত ব্যবস্থা নিতে হবে এবং মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করত্যে হবে।
স্থানীয় তৃণমূল নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মহিলা আদিবাসী কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অপরদিকে স্থানীয় বিজেপি সহ সভাপতি রমন শর্মা বলেন, “ দিনের পর দিন বাংলায় নারী নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে পড়ছে। কোথাও নারীরা নিরাপদ নন। এখন বাংলার কর্মক্ষেত্রেও মহিলারা সুরক্ষিত নন সে সরকারি হোক কিংবা বেসরকারি যার নিদর্শন আমরা আগেও দেখেছি ”।