
প্রতিনিধিঃ ভগবত গীতার উপর হাত রেখে ব্রিটিশ পার্লামেন্টে শপথ নিলেন সাংসদ শিবানি রাজা। নির্বাচনে লেস্টার ইস্ট আসনে লেবার পার্টির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শিবানি।
নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল সাত সমুদ্র দূরে ব্রিটিশ পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পর ভগবত গীতার উপর হাত রেখে শপথগ্রহণ করলেন ২৯ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত শিবানি রাজা। ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির হয়ে লেস্টার ইস্ট আসনে জয়ী হয়েছেন তিনি। পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পরই গীতায় হাত রেখে শপথগ্রহণ করলেন শিবানি। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করলেন।
উল্লেখ্য, লেস্টার ইস্ট আসন গত ৩৭ বছর ধরে লেবার পার্টির দখলে ছিল। এবার লেবার পার্টির প্রার্থী ছিলেন, আর এক ভারতীয় বংশোদ্ভূত রাজেশ আগরওয়াল। এবার লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনের মসনদে বসলেও এই লেস্টার ইস্ট আসনটি ছিনিয়ে নেন কনজারভেটিভ দলের শিবানি রাজা। লেবার পার্টির প্রার্থী রাজেশকে হারিয়ে বিপুল ভোটে জিতেছেন শিবানি। জানা গিয়েছে, তাঁর পূর্বপুরুষরা গুজরাটের আদি বাসিন্দা। শিবানি ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় সংস্কৃতি, হিন্দুধর্মের প্রতি আস্থা বজায় রেখেছেন। গীতা হাতে নিয়ে শপথগ্রহণ করতে পেরে খুশি শিবানি। ভিডিয়ো পোস্ট করে নিজেই তেমনটা জানান এই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ শিবানি রাজা।