
নিজেস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টির জেরে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিধস। বিবিসি সূত্রের খবর ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে রে চোকো অঞ্চলে ভারী বৃষ্টির জেরে এই ভূমিধস নামে। সেখানকার গভর্নরের কার্যালয়ের তরফে ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কী কারণেই বা ভূমিধসের এই ঘটনা ঘটল, তা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমন্ট অথরিটি সুনির্দিষ্ট করে জানাতে পারেনি। সে দেশের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিপুল বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে।