
নিজেস্ব প্রতিনিধিঃ ওমানের রাজধানী মাস্কটের এক মসজিদে চলল গুলি। বিবিসি সূত্রের খবর, মাস্কটের আলি বিন তালিব মসজিদে গুলি চালায় হামলাকারীরা। গুলিতে নিহত হয়েছেন নয়জন। নিহতদের মধ্যে একজন ভারতীয় বলে জানা গিয়েছে।
মধ্য প্রাচ্যের দেশ ওমানে এমন ঘটনা বিরল। কারণ সেখানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। জানা গিয়েছে, নিহত তিনজন হামলাকারী। মসজিদে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওরফে আইএস।