
সোমনাথ মুখোপাধ্যায়ঃ জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ পর্বে চিনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রের মোদী সরকার। সরকারিভাবে লাদাখে বিমানঘাঁটি তৈরির কথা ঘোষণা করা হল রবিবার।
প্রসঙ্গত, সীমান্ত সংঘাত নিয়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আর এর জেরেই ভারতে জি-২০ সম্মেলনে যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। এই আবহে লাদাখে বিমানঘাঁটি তৈরির কথা ঘোষণায় দু’দেশের সম্পর্কে আরও বেশি চিড় ধরবে বলে আশঙ্কা করছে কূটনৈতিক মহল।
পূর্ব লাদাখের নিয়োমায় পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিমানঘাঁটি তৈরি করবে ভারত। এই বিমানঘাঁটি তৈরি করবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ বর্ডার রোডস অর্গানাইজেশন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত, লাদাখে প্রতিরক্ষা কাঠামো সেনাবাহিনী এবং বায়ুসেনা মনে বল পাবে। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে জম্মুর দেবক সেতু থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রস্তুবিত এই বিমানঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০২০-তে চিনের সঙ্গে সংঘাত চলাকালীন সময় থেকেই নিয়োমার সুউচ্চ ল্যান্ডিং গ্রাউন্ডের উপর দিয়ে সৈন্য এবং রসদ সরবরাহ চলে আসছে। সেখানে নিয়মিত ওঠানামা করতে দেখা গিয়েছে ভারী ওজন বহনে সক্ষম চিনুক হেলিকপ্টার এবং সি-১৩০জে যুদ্ধবিমানকে। আর এই অঞ্চলেই এবার বিমানঘাঁটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।