
স্পোর্টস ডেস্ক :এশিয়ান গেমসের আগেই ধাক্কা বিনেশ ফোগাটের। তারকা কুস্তিগিরকে নোটিস পাঠাল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা (NADA)। অভিযোগ ডোপিং সংক্রান্ত তথ্য গোপন করেছেন বিনেশ। মাত্র দু সপ্তাহের মধ্যেই এই নোটিসের জবাব দিতে হবে ভিনেশকে। প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগিরদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ভিনেশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভিনেশকে নোটিস পাঠিয়েছে নাডা। সেখানে বলা হয়েছে, সঠিক সময়ে ডোপিং সংক্রান্ত তথ্য দেননি ভিনেশ। দু’বার তাঁর সঙ্গে নাডার তরফে যোগাযোগ করা হয়েছিল। তা সত্ত্বেও নিয়ম মেনে নিজের ওষুধ-সহ অন্যান্য তথ্য দেননি ভিনেশ। সেই জন্যই নোটিস পাঠানো হয়েছে এশিয়ান গেমসে পদকজয়ী কুস্তিগিরকে। আগামী দু’সপ্তাহে এই নোটিসের জবাব না দিলে নির্বাসিত করা হতে পারে তাঁকে।
নিয়ম অনুযায়ী, তিন মাস অন্তর নাডার কাছে বেশ কিছু তথ্য জমা দিতে হয় সমস্ত অ্যাথলিটকে। সংশ্লিষ্ট খেলোয়াড়ের শারীরিক সমস্যা রয়েছে কিনা, কোনও ওষুধ খেতে হচ্ছে কিনা-এমন নানা তথ্য জমা দিতে হয় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে। কিন্তু গত বছরের মার্চ ও ডিসেম্বর মাসে ভিনেশের কাছে এই তথ্য চেয়ে ইমেল পাঠানো হলেও তার জবাব আসেনি নাডার কাছে। গত ২৭ জুন তাঁর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হলেও সেখানে উপস্থিত হননি বিনেশ।