
সুমন্ত দাশগুপ্ত এবং সুচেতা রায় উপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ। শীর্ষ আদালতের নির্দেশ বুধবার বিকেল ৫টা পর্যন্ত সমীক্ষা সংক্রান্ত কোনও কাজ করতে পারবে না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওরফে এএসআই। যদিও বারাণসীর জেলাশাসক এস রাজালিঙ্গম জানান, “আমরা সুপ্রিম কোর্ট থেকে (জ্ঞানবাপী মসজিদের বিষয়ে) কোনো আদেশ পাইনি। যদি স্থগিতাদেশ থাকে, তাহলে আমরা অবিলম্বে তা অনুসরণ করব”।
বারাণসীর আদালতের নির্দেশে, সোমবার সকাল থেকেই শুরু হয়েছিল সমীক্ষার কাজ। সমীক্ষার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। সলিসিটর জেনারেল তুষার মেটা আদালতকে জানান, সমীক্ষায় কেবল ছবি তোলা হচ্ছে এবং কিছু মাপজোখ করা হচ্ছে। প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেটার উদ্দেশে বলেন, “বারাণসী জেলা আদালতের নির্দেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানানোর জন্য মসজিদ কমিটিকে সময় দেওয়া প্রয়োজন।”বিচারপতি নির্দেশ দেন, সলিসিটর জেনারেলকে কাজ বন্ধ রাখার নির্দেশের বিষয়টি এএসআই কর্তৃপক্ষকে জানিয়ে দিতে বলে শীর্ষ আদালত।
বারাণসীর জেলাশাসক এস রাজালিঙ্গম সংবাদ মাধ্যমকে জানান, “আমরা সুপ্রিম কোর্ট থেকে (জ্ঞানবাপী মসজিদের বিষয়ে) কোনো আদেশ পাইনি। যদি স্থগিতাদেশ থাকে, তাহলে আমরা অবিলম্বে তা অনুসরণ করব”।
প্রসঙ্গত, হিন্দু পক্ষের দাবি জ্ঞানবাপী মসজিদটি হিন্দু মন্দিরের ওপর তৈরি। তার সত্যতা জানতেই এই সমীক্ষার নির্দেশ দেয় বারাণসী জেলা আদালত। গত শুক্রবার আদালত এএসআই-কে এই সমীক্ষার নির্দেশ দেয়। তবে বিতর্কিত ওজুখানায় সমীক্ষা করা যাবেনা বলে আদালত জানিয়ে দিয়েছে। আগামী ৪ঠা অগাস্টের মধ্যে সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। রবিবার রাত থেকে মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মসজিদ চত্বরে সমীক্ষার বিরোধিতা করেছিল অঞ্জুমান ইন্তেজামিয়া জ্ঞানবাপী মসজিদ কমিটি। তারা এবার সুপ্রিম কোর্টের থেকে ৪৮ ঘণ্টার স্থগিতাদেশ পেল।