
স্পোর্টস ডেস্ক : সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ১৭৯ রান তাড়া করতে নেমে ন’উইকেটে জিতল হার্দিক পাণ্ড্য অ্যান্ড কোং। তাও তিন ওভার বাকি থাকতে। সৌজন্যে যশস্বী জয়সওয়াল (৫১ বলে ৮৪ অপরাজিত) ও শুভমান গিল (৪৭ বলে ৭৭)। আগ্রাসী মেজাজে ব্যাট করে ওপেনিং জুটিতেই ১৫.৩ ওভারে ১৬৫ রান তুলে নেন তাঁরা দু’জন। সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবিয়ানরা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ভালো জায়গায় পৌঁছে দেন শিমরন হেটমায়ার (৩৯ বলে ৬১) ও শে হোপ (২৯ বলে ৪৫)। অর্শদীপ সিং ৩৮ রানে তিনটি ও কুলদীপ যাদব ২৬ রান দু’টি উইকেট নিয়েছেন।
রবিবার সিরিজের নির্ণায়ক ম্যাচ। কেরিয়ারের দ্বিতীয় টি২০অর্ধশতরান করলেন যশস্বী । অনবদ্য ইনিংস খেলা যশস্বী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট নিঃসন্দেহে সহজ নয়। তবে মাঠে নেমে খেলাটা উপভোগ করতে ভালোবাসি। হার্দিক ভাই এবং টিমের সকলকে সাপোর্ট স্টাফকে কৃতজ্ঞতা জানাতে চাই। ওরা যে ভাবে আমাকে সামলেছে, তারই প্রভাব এই ইনিংস।’ টেস্টে সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টিতে এমন অনবদ্য ইনিংস। মানসিকতা কী থাকে? যশস্বী যোগ করলেন, ‘দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। ওপেনার হিসেবে পাওয়ার প্লে-তে দ্রুত বেশি রান তোলায় নজর থাকে। শুরুতে পিচ এবং পরিস্থিতি বুঝতে একটু সময় নিই।’