
তামসী রায় প্রধান, অযোধ্যাঃ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। সাজ সাজ রব অযোধ্যা জুড়ে। এরই মাঝে নতুন নিয়ম জারি করল উত্তরপ্রদেশের যোগী সরকার। রামমন্দির সংলগ্ন এলাকায় এখন থেকে আর মদ খাওয়া, বিক্রি, কেনা-কোনওকিছুই করা যাবে না বলে ঘোষণা করা হয়েছে। মন্দির সংলগ্ন ৮৪-কোশী পরিক্রমা অঞ্চলকে ‘মদবিহীন এলাকা’ হিসাবে চিহ্নিত করেছে সরকার। ওই এলাকায় মদ খাওয়া, বিক্রি, কেনা বা প্রস্তুত করা যাবে না। এমনকি, এলাকায় আগে থেকে যে মদের দোকান রয়েছে, সরকারের নতুন নির্দেশিকার পর সেগুলিকেও তুলে দেওয়া হবে।