
ওঙ্কার ডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকির অভিযোগে গ্রেফতার মালদার যুবক। মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। পিটিআই সুত্রের খবর, ধৃতের কাছ থেকে অস্ত্রসহ আরও কিছু তথ্য উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ আতাউল।
অভিযুক্ত বিরুদ্ধে সংবাদমাধ্যমে হিংসামূলক তথ্য ছড়ানোরও অভিযোগ রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও নানান মন্তব্য করেছে ওই ব্যক্তি। সেখানেই আদিত্যনাথকে খুনের হুমকির কথা বলেছে বলে জানা গেছে। আতাউলের গ্রেফতারের সময় একটি পিস্তল, ছুরি ও আপত্তিজনক ছবিও পাওয়া গেছে। জানা গেছে, ওই ব্যক্তি কয়েক মিনিটের ভিডিও বানিয়ে পোস্ট করেছিল সমাজমাধ্যমে। বহু মানুষ তা দেখেছেন ও শেয়ারও করেছেন। পুলিশ সুত্রের দাবি, আতাউলের পরিবার বাংলাদেশ থেকে কয়েক বছর আগে এ দেশে আসেন, কয়েক বছর ধরে এ দেশে রয়েছেন। এছাড়াও পুলিশের দাবি, ভিডিওতে বলা কথা এবং একজন মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া অপরাধমূলক বিষয়। নয়ডা সেক্টর ৩৯ এ থানায় আতাউলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।(ভিডিও র সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা)