
ওঙ্কার ডেস্ক: নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে ভিডিও বানাতেন পাকিস্তানের দুই ইউটিউবার। ওঁদের বানানো ভিডিওতে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা গিয়েছে। শুধু তাই নয়, পাক সরকারের সমালোচনাও করেও ভিডিও বানাতেন ওঁরা।
সূত্রের খবর, ওই দুই পাক ইউটিউবারের নাম সানা আমজাদ এবং সোহেব চৌধুরী। ওঁদের দুজনেরই হদিশ পাওয়া যাচ্ছে না। এনিয়ে তৈরি হয়েছে ঘোরতর জল্পনা। নেটিজেনদের একাংশ দাবি করছেন, ভারতের প্রশংসা করায় দুই ইউটিউবারকে ফাঁসিতে ঝুলিয়েছে পাক সেনা। উল্লেখ্য, গত দুসপ্তাহের বেশি সময় ধরে সানা আমজাদ এবং সোহেব চৌধুরী ওঁদের ইউটিউব চ্যানেলে কোনও ভিডিও পোস্ট করেননি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনও পোস্ট করেননি ওঁরা।
এদিকে সানা এবং সোহেবের ফাঁসি হয়েছে, একথা মানতে নারাজ পাকিস্তানের সাংবাদিক আরজু কাজমি। ফাঁসির খবরকে ভুয়ো দাবি করে তিনি জানান, দুই ইউটিউবারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাক প্রশাসন।