
স্পোর্টস ডেস্ক :আগামী এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে সুযোগ হয়নি ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের। তাহলে কি চাহালকে রাখা হবে না বিশ্বকাপে। এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা দল নির্বাচনের পরে জানালেন,আমরা এমন একজন ক্রিকেটারকে চাইছিলাম, যিনি ৮ এবং ৯ নম্বরে ব্যাট করতে পারেন। চলতি বছর অক্ষর যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল এককথায় অসাধারণ। ও দলে থাকলে আমরা একজন বাঁ হাতি ব্যাটারের বিকল্পও পেয়ে যাই।’ পাশাপাশি রোহিত শর্মা আরও জানালেন যে টপ থ্রি পজিশনে কোনও অদল-বদল করা হবে না। অর্থাৎ রোহিত এবং শুভমান ওপেন করবেন। আর বিরাট কোহলি ব্যাট করতে আসবেন তিন নম্বরে।
ভারতীয় ক্রিকেট দল – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।