
স্পোর্টস ডেস্ক :টি-২০ ক্রিকেটে ইতিহাস লিখল জিম্বাবোয়ে ক্রিকেট দল। গাম্বিয়ার বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৪৪ রানের রেকর্ড গড়েছে তারা। ভাঙলো ভারতের রেকর্ডও।
বুধবার গাম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল জিম্বাবোয়ের। সেই ম্যাচেই একের পর এক রেকর্ড গড়েছে জিম্বাবোয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সিকান্দর রাজা। ২০ ওভারে ৩৪৪ রান করে জিম্বাবোয়ে। ৪৩ বলে ১৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেন রাজা। ম্যাচের সেরাও হন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে শেষ হয়ে যায় গাম্বিয়ার ইনিংস। ২৯০ রানে ম্যাচ জেতে জিম্বাবোয়ে।
এতদিন টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক ছিল নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ রান করেছিল তারা। সেই রেকর্ড ভাঙলো জিম্বাবোয়ে। এছাড়া টেস্ট খেলা দল হিসেবে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল ভারত। সেই রেকর্ডও ভেঙেছে জিম্বাবোয়ে।