
ইন্দ্রানী চক্রবর্তী;এক বছর যাবত লাগাতার যুদ্ধে ৪২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে প্যালেস্টাইনে। এক বছর পেরোতেই ফের আইডিএফের আক্রমণ গাজায় ধ্বংসাত্মক পরিমণ্ডল সৃষ্টি করেছে। সোমবার এবং মঙ্গলবার ইজরায়েলী আক্রমণ চলার সময় রাতারাতি ৫৬ জন প্যালেস্টীনীয় প্রাণ হারিয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আল-আকসা শহীদ হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, দেইর এল-বালাহ শহরের কাছে বুরেজ শরণার্থী শিবিরে আঘাত হানার পর রাতারাতি ছয় শিশু এবং দুই নারীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী ছিটমহল জুড়ে ৪৩জন প্যালেস্টীনীয়কে হত্যা করেছে বলে জানিয়েছে মধ্য এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার সময় নিহত সাতজনের সংখ্যাও এর অন্তর্ভুক্ত।
আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজউম, দেইর এল-বালাহ থেকে রিপোর্ট করার সময় আল-আকসা হাসপাতালের দৃশ্যগুলিকে “বিধ্বংসী” বলে অভিহিত করেছেন।
এদিকে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা উত্তর গাজায় কমপক্ষে ২০জন সশস্ত্র প্যালেস্টীনীয়কে হত্যা করেছে। এছাড়াও তারা মধ্য ও দক্ষিণ গাজায় অব্যাহত লড়াইয়ের কথাও জানিয়েছে। যদিও ইজরায়েল লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণে উল্লেখযোগ্যভাবে মনোযোগ দিয়েছে, তবুও তার সামরিক বাহিনী গাজার ভূখণ্ড থেকে হামাসকে নিশ্চিহ্ন করার জন্য বদ্ধপরিকর রয়েছে। উভয় ক্ষেত্রেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।