
স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও দলকে তৃতীয়বার সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। এটা আমাদের কাছে গর্বের। লোকসভায় শপত গ্রহণ করতে এসে এমন নাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমরা মানি, সরকার গঠনের জন্য বহুমতের প্রয়োজন, আর দেশ চালানোর জন্য সহমতের। আমরা চেষ্টা করব সকলকে সঙ্গে নিয়ে মা ভারতীর সেবা করার, ১৪০ কোটি দেশবাসীর আশা-আকাক্ষ্মা পূরণ করার।