
নিজস্ব প্রতিনিধি
………………………………………….
অরিন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট এর ব্যানারে আগামী ১৫ ই আগস্ট মুক্তি পাচ্ছে থ্রিলার ছবি “36 HRS”।
আজ দক্ষিণ কলকাতার প্রিন্সটোন ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ওয়েব সিরিজের
পরিচালক শঙ্খ ভট্টাচার্য্য জানালেন এই ছবিটা এক কথায়
রোড থ্রিলার। ২০২২ সালে এই ছবির কাজ শেষ হয়। পুরো শুটিং টা হয়েছে কলকাতায়।
আজ আমাদের পোস্টার ও ট্রেলার লঞ্চ হলো। আগামী ১৫আগস্ট এই ছবির প্রথম এপিসোড দেখানো হবে আমাদের নিজস্ব ইউ টিউবে।
এই ছবির গল্পটা হলো অনিশ ব্যানার্জী নামে একটি ছেলের
৩৬ঘন্টা ধরে যা যা ঘটে সেই নিয়ে এই থ্রিলার ওয়েব সিরিজ।
এই অনিস চরিত্র টা করেছেন
আরিয়ান ভৌমিক। সুজয় চরিত্রে অনিন্দ্য ব্যানার্জী , মিস্টার খান চরিত্রে বিপ্লব কুমার সিনহা এবং ঋতু চরিত্রে অভিনয় করেছেন
সুকন্যা চট্টোপাধ্যায়। এই ছবির চিত্র গ্রহণ করেছেন শুভদীপ কর্মকার। সঙ্গীত পরিচালনা করেছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।
“36 HRS ” দেখানো ৬ টা এপিসোড এ প্রতি সপ্তাহে শুক্রবার। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই ওয়েব সিরিজ এর সকল কলা কুশলী, প্রযোজক এবং পরিচালকরা।ফানফ্লিক্স-এর নতুন OTT প্ল্যাটফর্মের পাশাপাশি অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট-এর ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েব ধারাবাহিক দেখতে পাবেন দর্শক।
ওয়েব ধারাবাহিকের বিষয়ে পরিচালক শঙ্খ ভট্টাচার্য জানালেন, “থার্টি সিক্স আওয়ারস একটি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ। যেটি তৈরি হয়েছিল প্রায় বছরখানেক আগে। কিছু বিশেষ সমস্যার জন্য এটি সেই সময় রিলিজ করা যায়নি। ২০২৪-এ দাঁড়িয়ে ওয়েব সিরিজটি একটা ওপেন প্লাটফর্মে রিলিজ করছে, আশা করি মানুষ প্রাসঙ্গিকতা খুঁজে পাবে। এটা একটা রোড থ্রিলার সিরিজ যা বাংলায় খুব একটা হয়না, আন্তর্জাতিক দর্শকের খুব প্রিয় একটা ঘরানা এটা। এখন আন্তর্জাতিক কনটেন্ট এত বেশি, যে আমি সিরিজের সফলতা নিয়ে বেশ প্রত্যাশা করছি।”
অন্যদিকে ছবির অন্যতম মুখ্য অভিনেতা আরিয়ান ভৌমিক বলেন, “ নাম শুনেই বোঝা যাচ্ছে এই ওয়েব সিরিজ একটি থ্রিলার। আর এই মাইক্রো থ্রিলারের মূল বিশেষত্ব হলো এখানে এপিসোড খুব ছোট ছোট, ভীষণ কম সময়ের মধ্যে আমার যে চরিত্র “অনিশ” তার সঙ্গে ভয়াবহ কিছু ঘটনা ঘটতে থাকে। সেই জাল থেকে সে বেরোতে পারবে কিনা সেই গল্পই বলবে এই ইন্ডিপেন্ডেন্ট মাইক্রো ওয়েব সিরিজ।”বিপ্লব সিনহা বললেন, গত কয়েকবছর আমার খারাপ সময় গিয়েছে। অনেকে ভেবেছিল আমি ফুরিয়ে গেছি। কিন্তু বাঁকুড়ার ছেলেরা লড়াই করতে জানে। এটাও আমার ফিরে আসার একটা ধাপ। সকলের ভালোবাসা চাই।’