
শুভম কর্মকার,বাঁকুড়াঃ আবাস তালিকার সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানোর আর্জি তৃণমূল নেতার।প্রাসাদোপম দোতলা বাড়ি থাকা সত্ত্বেআও আবাস তালিকায় নাম ওঠা নিয়ে জনরোষের মুখে দুই নেতা। সম্পর্কে দুজনে পরস্পরের ভাই। একজন তৃণমূলের অঞ্চল সহ- সভাপতি নিমাই মাঝি, অন্যজন আনন্দ মাঝি দলেরই অঞ্চলের কোর কমিটির সদস্য। রাজনৈতিক এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গ্রাম পঞ্চায়েতে পানপুকুর মাঝি পাড়ায়।
আবাস তালিকায় এই ধরনের ঘটনা আগেও দেখা গেছে। শুধুমাত্র শাসক দলের নেতা হওয়ার সুবাদে নাম উঠে যায় আবাস তালিকায়। অথচ গ্রামের গরীব মানুষ মাথার ওপর ছাদ পায় না। আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই ওই দুই নেতা তাদের নাম বাদ দেওয়ার জন্য সমীক্ষাকারী দলকে জানায়। অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির।
পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব পাল বলেন, ৫ বছর আগে নিমাই মাঝি ও আনন্দ মাঝি আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিল। তবে এখন বসবাসের বাড়ি থাকায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন। এই বাড়ি যাতে কোনও দরিদ্র পরিবার পায় সেই কারণে এই চেষ্টা।