
স্পোর্টস ডেস্ক :বাংলা তথা ভারতের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন তিন প্রধান ক্লাবের অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাবের ১৩৪ বছরের ইতিহাসে প্রথমবার ডানকুনি-চন্ডীতলা এলাকার ছেলে সামাদ আলী মল্লিকের নেতৃত্বে গত মরুসুমে অর্থাৎ ২০২৩-২৪ মরুসুমে আই লীগ চ্যাম্পিয়ন হয়ে ভারত সেরা হওয়ার কারণে ইন্ডিয়ান সুপার লীগ(ISL) এ খেলার যোগ্যতা অর্জন করে,এর পাশাপাশি সামাদ আলী মল্লিক বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন তিন প্রধান ক্লাবের অন্যতম ইস্টবেঙ্গল ফুটবল দলকেও একসময় নেতৃত্ব দেন ও অনূর্ধ্ব ২৩ ভারতীয় ফুটবল দলের হয়েও খেলে ডানকুনি-চন্ডীতলা সহ গোটা হুগলী জেলার নাম উজ্জ্বল করার কারণে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন(DYFI) ডানকুনি লোকাল কমিটির অন্তর্গত কালীপুর-গোবরা ইউনিট কমিটির পক্ষ থেকে DYFI এর কর্মীরা সমাদের পাড়ায় গিয়ে সামাদকে DYFI এর উত্তরীও ও ব্যাচ পরিয়ে এবং ফুলের স্তবক,মেমেন্টো ও আই লীগ হাতে সামাদের একটি ফটো ফ্রেম উপহার দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে সামাদ’কে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয়,উক্ত সংগঠনের কর্মীরা সামাদের আগামী জীবনের সাফল্য কামনা করেন