
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:”তৃণমূলকে একটাও ভোট নয়” মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে পা রেখেই এই বার্তা দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলি। তমুলক কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থীর নাম ঘোষনা না করা হলেও,বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীর তালিকায় এই প্রাক্তন বিচারপতির নাম থাকবে বলেই অনুমান রাজনৈতিক মহলের।
আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই এলাকায় চলে এলেন প্রাক্তন বিচারক তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রথমে তিনি তমলুকে জেলা বিজেপি কার্যালয়ে নেতৃত্বদের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এবং বিধায়িকা তাপসী মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা,। বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পূজা দেন তিনি।
তারপর সাংবাদিক দের বলেন আপনাদের কাছে একটাই আবেদন, সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয়। আমরা জোচ্চুরি, দুর্নীতি অনেক দেখলাম আর নয়। লোকসভা ভোটের আগে এবার সব নতুন করে শুরু করতে হবে ।। এই দুর্নীতির গ্রস্থ সরকার কে সরিয়ে ২০২৬ সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবঙ্গে বাঙালীরা কিছুতেই বাঁচবে না ।উল্লেখ্য অভিজিৎ আসার আগেই হলদিয়া – মেছেদা রাজ্য সড়কে,প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায়।